২৯ নভেম্বর, ২০২১ ০৫:২০

মুন্সীগঞ্জে নৌকা ১১, ১০টিতে বিজয়ী বিদ্রোহী প্রার্থী

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে নৌকা ১১, ১০টিতে বিজয়ী বিদ্রোহী প্রার্থী

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ সদর উপজেলা ও টঙ্গীবাড়ী উপজেলার মোট ২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রাথী বিজয়ী হয়েছে ১১টিতে এবং স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন ১০টিতে।

সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার ৫ জন ও স্বতন্ত্র ৪ জন।

সদরের ৯টি ইউনিয়নের মধ্যে চরকেওয়ারে নৌকা প্রতীকের প্রার্থী আফসার উদ্দিন ভূঁইয়া, মোল্লাকান্দি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী রিপন হোসেন, বাংলাবাজার ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন পীর, আধারা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন, শিলই ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ মৃধা, পঞ্চসার ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা, রামপাল ইউনিয়নের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বাচ্চু শেখ, মহাকালী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. শহিদুল ইসলাম ঢালী ও বজ্রযোগিনী ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. তোতা মিয়া মুন্সী নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, টঙ্গিবাড়ি উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে অর্ধেক নৌকা প্রতীকের প্রার্থী ও বাকি অর্ধেক স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনে বিজয়ীরা হলেন, কামারখারা ইউনিয়নে আনারস প্রতীকের মো. লুৎফর রহমান খুকু, কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের আনিসুর রহমান, আব্দুল্লাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের মো. আব্দুর রহিম মিয়া, বালিগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকের হাজী মো. দুলাল, আড়িয়ল ইউনিয়নে আনারস প্রতীকের মো. আব্দুল কাদির হাওলাদার, আউটশাহি ইউনিয়নে নৌকা প্রতীকের মো. সেকান্দার বেপারি, বেতকা ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের মো. রোকনুজ্জামান সিকদার রিগ্যান, ধীপুর ইউনিয়নে আনারস প্রতীকের আক্তার হোসেন মোল্লা, দিঘীরপাড় ইউনিয়নে নৌকা প্রতীকের মো. আরিফুল ইসলাম হালদার, হাসাইল-বানারী ইউনিয়নে আনারস প্রতীকের মো. কামরুল ইসলাম, যশলং ইউনিয়নে আনারস প্রতীকের ইসমাইল হোসেন বাবু ও সোনারং-টঙ্গীবাড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের মাঝি মো. বেলায়েত হোসেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর