সোমবার দুপুরে বগুড়া'র সোনাতলা উপজেলার হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ২০২১-২২ সেশনের ষষ্ঠ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ এবং ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হরিখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন।
বক্তব্য রাখেন প্রভাষক ইকবাল কবির লেমন, প্রভাষক মিজানুর রহমান, কেয়ারগিভারর্স ইন্সটিটিউটের সোনাতলা শাখার সিইও রাকিবুল হাসান আনিছ ও সহকারী লাইব্রেরিয়ান আনারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক খালেদা আফরিন, প্রভাষক রিক্তা খাতুন, প্রভাষক সাজ্জাত হোসেন, প্রভাষক গোলাম রব্বানী, প্রধান হিসাবরক্ষক সাজেদুর রহমান জুয়েল, শিক্ষক আবু তাহের, সবুজ মিয়া, জাহাঙ্গীর হোসেন, আব্দুল ওয়াহাব,এনামুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন তরিকুল ইসলাম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি প্রতিদিন/এএ