ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তিনটি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক একেএম শহিদুল ইসলাম বাবুল তেজখালী ইউনিয়নে নৌকা প্রতীকে ১১ হাজার ৩৪২ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী ফাইজুর রহমান স্বতন্ত্র আনারস মার্কায় ২হাজার ৭২৯ ভোট পান।
উপজেরা আওয়ামী লীগ সদস্য মো. আবদুর রহিম বাঞ্ছারামপুর সদর উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকে ৪ হাজার ৩০১ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী আহাম্মদ স্বতন্ত্র আনারস মার্কায় ২৯১ ভোট পান।
ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলাম ফরদাবাদ ইউনিয়নে নৌকা প্রতীকে ৯ হাজার ৮৭৩ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহিউদ্দিন আহমেদ চশমা মার্কায় ১৫৫ ভোট পেয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল