সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটনসহ ৩ নেতার উপর হামলাকারীদের বিচারের দাবিতে সোমবার সন্ধ্যায় সোনাতলা বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা জিয়াউল করিম শ্যাম্পো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক,সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড,বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, পৌর যুবলীগের আহ্বায়ক নাহিদ হাসান জিতু, যুগ্ম আহ্বায়ক উৎপল কর্মকার।
বক্তারা গত ৩ নভেম্বর সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন, উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রশীদ সোহেল, পৌর যুবলীগের আহ্বায়ক নাহিদ হাসান জিতু ও যুগ্ম আহ্বায়ক উৎপল কর্মকারের উপর পৌর মেয়রের নেতৃত্বে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। প্রতিবাদ সভাটি সঞ্চালন করেন আওয়ামী লীগ নেতা উপাধ্যক্ষ তরিকুল আলম স্বপন।
বিডি প্রতিদিন/এএম