টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার সময় ছয় জুয়াড়িসহ দশ জনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের বংশিনগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো সাদেক আলীর ছেলে মো. মিজানুর রহমান (৪৫), মঞ্জু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩০) মৃত নায়েব আলীর ছেলে আয়নাল (৪০), হাসমত আলীর ছেলে মো. কালাম (২৮), হাতিবান্ধা পূর্বপাড়ার মৃত আ. বারী মিয়ার ছেলে মো. নজির হোসেন (৪২), ও মির্জাপুর উপজেলার উত্তর পেকোয়া গ্রামের মৃত হায়াত আলীর ছেলে সোরহাব মিয়া (৫০)। ওই এলাকার একটি ঘরের ভেতরে বসে জুয়া খেলতেছিলো বলে পুলিশ জানায়। এ ঘটনায় তাদের নামে মামলা দিয়েছে পুলিশ। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে এক বছরের সাজাপ্রাপ্ত ইউপি সচিব মো. মোশারফ হোসন, জিআর মামলার সুমন মিয়া (২৮) সহ নিয়মিত মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সখীপুর থানার উপপরিদর্শক নাজিম উদ্দীন বলেন, জুয়া খেলার সময় ছয় জনকে নগদ ১৮ শত টাকা, দুই বান্ডিল তাশসহ আটক করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অন্যান চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম