নেত্রকোনায় শপথ গ্রহণের মধ্য দিয়ে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ এখন দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখছে দাবি করে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান দিবসটির উদ্বোধন করেন।
আজ বৃহস্পতিবার সকালে শহরের ছোট বাজার শহীদ মিনার প্রাঙ্গণে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের সূচনা করা হয়।
এসময় শতদল গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় দুর্নীতি বিরোধী গণজাগরনের গানের সাথে সাথে মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পরে জেলা প্রশাসক মুষ্টি হাত তুলে ধরে শপথ বাক্য পাঠ করান। এতে জেলা কমিটির সকল নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক, এনজিও সহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ অংশ নেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত