ফেনীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলীর সভাপতিত্বে ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার লিজি আক্তার বিথির সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বদরুল মোল্লা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড, মঞ্জুরুল আলম, সিভিল সার্জন রফিক উস সালেহীন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ আন্দালিব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাইন উদ্দিন আহমেদ কামরান, সাধারণ সম্পাদক আবদুল মোতালেবসহ প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম