গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় (৩৫) এক যুবক নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে।
নিহতের পড়নে ছিল কালো রংয়ের জ্যাকেট ও ফুল প্যান্ট। খবর পেয়ে সালনা হাইওয়ে (কোনাবাড়ী) পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সালনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম