নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা চত্বরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের সভাপতিত্বে ও উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ("ক" সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম, পরিদর্শক (অপারেশন) আবু বকর সিদ্দিক, নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহমুদুর রহমান, আব্দুর রহিম মেম্বার, ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আমিনুল হক রাজু ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফজলুল হক জুয়েল , নাসিক ৪, ৫, ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, কাউন্সিলর প্রার্থী জান্নাতুল ফেরদৌস নীলা, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর টিপুসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ