তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফেনীর পরশুরামে শাহীন চৌধুরী নামে এক দোকান কর্মচারীকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে। বর্বর এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে পরশুরাম জুড়ে চলছে বিক্ষোভ ও সড়ক অবরোধ। তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতোমধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
এদিকে শুক্রবার সকাল থেকে ভুট্টু চেয়ারম্যান, হাশেমসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে পরশুরামের মীর্জা নগরসহ পরশুরাম পৌর এলাকায় বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী করছে এলাকাবাসী।
বৃহস্পতিবার রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর বাজার এলাকার সাবেক মেম্বার বাবুলের দোকানে কর্মরত ছিলেন শাহীন চৌধুরী। এইসময় চেয়ারম্যান নুরু জ্জামান ভুট্টুর ঘনিষ্ঠ সহযোগী হাশেমকে দেখে শাহীন তার কাছে তাদের দোকানের পাওনা ৭ লাখ টাকা ফেরৎ চান। এক পর্যায়ে উভয়ে বাক বিতণ্ডায় জগিয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় জয়নাল চৌধুরী জানান, টাকা ফেরৎ চাওয়ায় হাশেম ক্ষিপ্ত হয়ে মুঠোফোনে চেয়ারম্যান ভুট্টুকে ঘটনাটি জানান। কিছুক্ষণ পর ভুট্টু চেয়ারম্যান তিনটি মোটরসাইকেলযোগে তার লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে শাহীন চৌধুরীকে কিল, লাথিসহ বেধড়ক মারধর করে। তার কিছুক্ষণ পরই শাহীন অজ্ঞান হয়ে রাস্তায় পরে যায়। জয়নাল চৌধরীসহ স্থানীয়রা শাহীনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহীন চৌধুরীর মেয়ে তানিয়া ও সোনিয়া জানান, ভুট্টু চেয়ারম্যানের সাথে সাখাওয়াত হোসেন রুবেল মেম্বার, ছাত্রলীগ নেতা সোহাগ ও শরীফসহ বেশ কয়েকজন তার বাবাকে বেদম মারধর করেছে। তারা আরও জানান, তার বাবা শাহীন চৌধুরী স্থানীয় আওয়ামী লীগের কর্মী। ইউপি নির্বাচনের সময় তার বাবা ভুট্টু চেয়ারম্যানের প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সাথে বেশি যোগাযোগ রাখায় এই ঘটনা ঘটানো হয়েছে। তবে তিনি ভুট্টু চেয়ারম্যানকেই ভোট দিয়ছেনে বলে তারা জানান।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন জানান, পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। ভুট্টু চেয়ারম্যান ও হাশেমসহ অন্য আসামিদের খোঁজা হচ্ছে। এদিকে শাহীন হোসেন স্ত্রী আফরোজা বেগম রাতেই পরশুরাম মডেল থানায় ভুট্টু চেয়ারম্যান, হাশেমসহ ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন