টাঙ্গাইলের মির্জাপুরে শিশু ধর্ষণকারী বখাটে অনিককে শুক্রবার ভোর রাতে ফতেপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব। অনিক গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় এক স্কুল ছাত্রীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। অনিক (১৯) মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার আবু বক্করের ছেলে, সে পেশায় একজন শ্রমিক।
এই ঘটনায় ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন এবং টাঙ্গাইল র্যাব অফিসে লিখিত অভিযোগ করেন।
শুক্রবার ২৪ ডিসেম্বর ভোর রাতে র্যাবের আভিযানিক টিম টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন ফতেহপুর ইউনিয়নের পারদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে, ধর্ষকের খালার বাড়ীর তালাবদ্ধ ঘর হতে উপস্থিত গ্রামবাসীর সামনে ধর্ষক অনিককে আটক করে। ধর্ষক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যার সময় পোষ্টকামুরী দক্ষিণ পাড়ার চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী শিশুর বাড়িতে যায় এবং ভিকটিম শিশুটিকে বসত ঘরে একা পেয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিকটিম ডাকচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক অনিক পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এএ