তেঁতুলিয়াকে শতভাগ স্কাউট ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে তেতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তি উপলক্ষ্যে তেুঁতুলিয়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাপ ও স্কাউট দল গঠন নিশ্চিত হওয়ায় স্কাউট উপজেলা ঘোষণা ও শতভাগ উদযাপন অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়। জেলা প্রশাসক জহুরুল ইসলাম এই ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রার্থমিক, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় ও কলেজ সহ ২৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
এসময় এসব প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তির্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটস তেতুলিয়া উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ স্কাউটস এর পঞ্চগড় জেলা শাখার কমিশনার দীপক চন্দ্র সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস এর তেতুলিয়া উপজেলা শাখার যুগ্ন সম্পাদক আকরাম হোসেন জাকারিয়া। এসময় দর্শকরা মুহুর্মুহু করতালির মাধ্যমে স্কাউটস দলগুলোর বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন ।
বিডি প্রতিদিন/এএ