বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে গাইবান্ধায় জেলা বিএনপি আজ শুক্রবার দলীয় কার্যালয়ের সামনে এক গণসমাবেশ অনুষ্ঠিত করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুন-উর-রশিদ এমপি।
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, স্বেচ্ছা দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ড. মাসুম, বিএনপির নেতা আনিছুর রহমান বাবু, সাবেক সভাপতি শেখ সামাদ আজাদ, ইলিয়াস হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ