কুমিল্লার বরুড়ার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলিতে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫টি মোটরসাইকেল অগ্নিসংযোগসহ বাড়িঘরে হামলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে এই ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলামের লোকেরা প্রচারণায় বের হয়। এসময় তারা ঢেউয়াতলি কেন্দ্রের সামনে তাদের মোটরসাইকেল রেখে গ্রামের ভিতরে প্রচারণার জন্য যায়। কয়েকজন যুবক গিয়ে মোটরসাইকেলে ভাঙচুর শুরু করে। পরে নুরুল ইসলামের লোকেরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় নুরুল ইসলামের সমর্থকদের বেশ কিছু মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম বলেন, শুক্রবার বিকালে আমি ও আমার সমর্থকরা প্রচারণার জন্য ঢেউয়াতলি এলাকায় যাই। কেন্দ্রের পাশে আমার সমর্থকদের মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা রেখে আমরা গ্রামের ভিতর প্রচারের জন্য যাই। কিছুক্ষণ পর শুনি আমাদের মোটরসাইকেল ও অটোতে নৌকার সমর্থকরা আগুন ধরিয়ে দিয়েছে। আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।
নৌকার প্রার্থী খায়রুল আনাম ইয়াকুব বলেন, আমি ছিলাম উপজেলাতে। আমাদের আজকের কোনও কর্মসূচি ছিল না। আমরা কোনও হামলা চালাইনি। চশমা প্রতীকের প্রার্থী আবদুল বাতেন আর স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে আমাদের কোনও ভূমিকা ছিল না।
বরুড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি বরুড়ার ঝলমের ঢেউয়াতলিতে সংঘর্ষ হয়েছে। আমি সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে কল দিয়েছি। তিনি সেখানে আছেন।
তিনি আরও বলেন, ঝলম ইউনিয়নে ঢেউয়াতলি কেন্দ্রের নির্বাচন সংঘর্ষের কারণে স্থগিত করা হয়েছিল। ৩০ ডিসেম্বর এই কেন্দ্রের নির্বাচনের ভোটগ্রহণ করার কথা রয়েছে।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আনিসুল ইসলাম বলেন, ঝলমের স্থগিত কেন্দ্রের নির্বাচনী প্রচারণায় তিন প্রার্থীর লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনায় ১৫টির মতো মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বরুড়া, সদর দক্ষিণ ও লালমাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত পাল বলেন, আমি নির্বাচনের কাজে ব্যস্ত। ওসিকে নির্দেশ দিয়েছি ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
উল্লেখ্য, কুমিল্লার বরুড়ায় ২৮ নভেম্বর উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা সারোয়ার ভূঁইয়া এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম