বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জিয়াউর রহমান স্বাধীনতা পদক ঘোষণা করেছেন অথচ তার স্বাধীনতা পুরষ্কারের পদক যাদুঘর থেকে সরিয়ে ফেলা হয়েছে। জিয়াউর রহমান দেশের জন্য জীবন দিয়েছেন, কবরে তার লাশ আছে কি নেই তা নিয়ে কুতর্ক করা হয়, লুই আই কানের নকশায় কোনো কবর নেই, তাই জিয়ার কবর সরিয়ে নেয়ার জন্য চিন্তা করা হয়। অথচ লুই আই কানের করা জাতীয় সংসদের ডিজাইন পাকিস্তানের পতাকার আদলে করা।
শুক্রবার বিকেলে জামালপুরে ফুলবাড়িয়া পুরাতন ঈদগাহ মাঠে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়াকে অন্যায় ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে আর অবহেলা করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। সুবিচারকে যদি বিলম্বিত করা হয়, তাহলে সুবিচারকে অস্বীকার করা হয়, একইভাবে খালেদা জিয়ার সু-চিকিৎসাকে বিলম্বিত করে সুচিকিৎসাকেই অস্বীকার করা হচ্ছে।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু প্রমুখ।
অপরদিকে একই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, জাতীয় পার্টির মহাসচিব বলেছেন তাদের সাথে প্রেম করে নাকি আওয়ামী লীগ তিনবার ক্ষমতায় এসেছে। আমরা জানি ব্যক্তি ব্যক্তি প্রেম হয়, দলে দলেও প্রেম হয় নাকি? সেই প্রেম তাহলে কার সাথে কার হয়েছিল? অবৈধ প্রেম অবৈধ সন্তানের জন্ম দেয়। আমরা গত তিন নির্বাচনে অবৈধ প্রেমের অনেক অবৈধ এমপিকে সংসদে যেতে দেখেছি, টাকলা মুরাদের মতো এমপিও সংসদে গিয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল