ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমাণ আদালতে চার মোটরসাইকেল চালককে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌরসভার চৌরাস্তায় শুক্রবার ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদবিহীন মোটরযান চালানোয় চার অভিযুক্তকে জরিমানা করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আলোকে ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম। অভিযুক্তদের চারটি মামলায় মোট সাড়ে সাত হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে ইউএনও মো. রেজাউল করিম বলেন, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন সনদবিহীন মোটরযান চালনা করায় চার অভিযুক্তকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা