জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেলে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ জে আজম খসরু সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশিষ্ট শ্রমিক নেতা গোলাম মোঃ নাসিরকে এবং সদস্য সচিব করা হয়েছে ইমান আলী মোল্যাকে।
২৪ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অন্যরা হলেন-যুগ্ম আহ্বায়ক বক্তার হোসেন খান, জুবায়ের জাকির, হাফিজুর রহমান খান (লাবু), মোঃ আব্দুল হাকিম মিয়া, মোঃ মনিরুজ্জামান মবিন, খন্দকার শফিকুল আযম (জুয়েল), মোঃ এনায়েত হোসেন পারভেজ।
কমিটির সদস্যরা হলেন-জাফর আহমেদ খান, মোঃ মজিবুর রহমান মজিব, সাইদুর রহমান হিরু, মনিরুল ইসলাম মনা, মোঃ বিল্লাল হোসেন, মোঃ কামাল মাতুব্বর, জাহিদ হাসান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইউনুস আলী প্রামানিক, শেখ ফরিদউদ্দিন, মোঃ শওকত হোসেন, লাকি নাজমুল ও শেখ ওহাব।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এজে আজম খসরু সাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আগামী ৬ মাসের মধ্যে জেলার আওতাভুক্ত থানা/ইউনিয়নের সম্মেলন করে গনতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন করে সর্বশেষ সম্মেলনের মাধ্যমে ফরিদপুর জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয় আহ্বায়ক কমিটির উপর। শ্রমিক লীগের বর্তমান কমিটি মেয়াদ উত্তীর্ণ, থানা/পৌর কমিটি গঠনে ব্যর্থ এবং নানা অনিয়মের অভিযোগে বিলুপ্ত ঘোষণা করা হয় বলে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন