ওমিক্রন আতঙ্কে শেরপুরের বিভিন্ন গির্জায় সীমিত পরিসরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উদযাপিত হয়েছে। শনিবার জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়ম নগর খ্রিস্টান ধর্মপল্লীতে সকালে ধর্মীয় উপাসনা ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি’র শুভ সূচনা করেন মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ডেভিট বিপুল দাস সিএসসি।
অন্যবারের মতো এবার কেক কাটা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়নি। তবে আজ সন্ধ্যায় বাড়ি বাড়ি কীর্ত্তন ও প্রীতি ভোজের আয়োজন থাকছে। অন্যান্য বছরের মতো এবার জেলার বাইরের আত্মীয়দের আগমনও ছিল সীমিত। বড় দিন উপলক্ষে গির্জার বাইরে খোলা মাঠে মেলা বসেনি।
এবার জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী, শ্রীবরদীসহ সদর উপজেলার মোট ৭৪টি গির্জায় সীমিত পরিসরে উদযাপিত হয় বড়দিন।
বিডি প্রতিদিন/ফারজানা