পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা শিশু স্বর্গ ফাউন্ডেশনের এক যুগপূর্তি উৎসবে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এসময় স্কুল শিক্ষার্থী শিশুদের হাতে শীতের কাপড় বিতরণ করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় স্থাপিত এই ফাউন্ডেশনের যুগপূর্তি উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাবিয়ান মিলনমেলার আয়োজন করা হয়।
শনিবার দুপুরে দর্জিপাড়া সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীকে বিশেষ বৃত্তিও প্রদান হয়। চক্ষু শিবিরে ১৭০ জন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ৪২ জন রোগীকে চশমা প্রদান করা হয়। ৪২ জন চক্ষু রোগীর সার্জারী করা হয়। রংপুরের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু শিবির পরিচালনা করে।
এসময় প্রাথমিক ও মাদ্রাসা পড়ুয়া ১ হাজার শিশুকে দেয়া হয় শীতের কাপড়। তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আকন্দ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব কায়কোবাদ হোসেন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ডের পরিচালক কাজী আবু তাহের, স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম মিজানুর রহমান, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেতুলিয়া মডেল থানার তদন্ত পরিদর্শক জাহিরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মখলেছুর রহমান, শিশু স্বর্গ ফাউন্ডেশনের সভাপতি নিলুৎপল সরকার প্রমুখ।
প্রতিষ্ঠাতা কবির আকন্দের ব্যাক্তিগত উদ্যোগে ২০০৯ সালে যাত্রা করে শিশু স্বর্গ ফাউন্ডেশন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় সাবেক শিক্ষার্থীরা সংগঠনটির উন্নয়নে এগিয়ে আসেন। সংগঠনটির পৃষ্টপোষকতায় ৪০ জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে লেখাপড়া করছেন। ইতোমধ্যে অনেকেই পড়াশোনা শেষ করে সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি করছেন। শিশু স্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে তেতুলিয়ায় চাইল্ড হোম, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং শিশু স্বর্গ রওশন আরা মেমোরিয়াল বিদ্যাপিঠ প্রতিষ্ঠা করা হয়েছে। তেতুলিয়ায় শিক্ষা কার্যক্রম প্রশারের জন্য একটি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
বিডি প্রতিদিন/হিমেল