পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৭নং হেসাখাল ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. নিজাম উদ্দিন (২৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইজি রাজিউন)। রবিবার ভোর সাড়ে ৫টায় মৃত্যু হয়। তিনি নাঙ্গলকোট উপজেলার হিয়াজোড়া গ্রামের মরহুম হাবিলদার আবুল কাশেমের ছোট ছেলে।
জানা যায়, আগামী ৫ জানুয়ারি নির্বাচনে মো. নিজাম উদ্দিন মোরগ মার্কায় প্রতীক নিয়ে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শনিবার রাতে প্রতিদিনের মত নির্বাচনী ওয়ার্ক করছিল। হঠাৎ সে অসুস্থতাবোধ মনে করলে বাড়িতে চলে যান। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল নেয়া হয়, পরে রবিবার ভোর সাড়ে ৫টায় তার স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
বিডি প্রতিদিন/হিমেল