লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নে ভোট কেন্দ্রগুলোতে নৌকার পক্ষে বিভিন্ন উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। এরমধ্যে মধ্য হামছাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আচরণ বিধি লঙ্ঘন করে রায়পুরের মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট অবস্থান নিয়েছেন। রবিবার ১২টার দিকে তারা কেন্দ্রে অবস্থান নেন।
এ কেন্দ্রে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, জেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক মামুনুর রশিদ, রায়পুরের বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাফাজ্জল হোসেন মুন্সি, বামনী ইউনিয়ন আওয়ামী লীগের শামছুল ইসলাম, কেরোয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামছুল ইসলাম সামু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ, রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক কৌশিক সোহেল, তারেক আজিজ জনি, রায়পুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক নুরনবী সুজন ও ছাত্রলীগ নেতা আবদুর রাজ্জাকসহ শতাধিক বহিরাগত নৌকার পক্ষে ৮ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রে অবস্থান নেয়।
মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট বলেন, ‘আমি ভোট কেমন হচ্ছে দেখতে এসেছি। অবস্থান নেওয়ার জন্য আসিনি।’
প্রিসাইডিং অফিসার জিল্লুর রহিম কলেজের প্রভাষক মো. মাসরুর আলম বলেন, ‘আমি রায়পুরের মেয়রকে চিনি না। সকাল থেকে এক পক্ষ শৃঙ্খলাভঙ্গের চেষ্টা করে আসছে। দু’বার কেন্দ্রে বাইরে বিশৃঙ্খলাও হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সালেহ উদ্দিন বলেন, ‘তারা নির্বাচনী এলাকায় ঢুকতে পারবেন না। বহিরাগতদের নিয়ন্ত্রণে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসাররা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।’
বিডি প্রতিদিন/ফারজানা