ময়মনসিংহের ফুলপুরে সাড়ে তিন মাসেও মেরামত হয়নি ঝড়ে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জানা যায়, চলতি বছর ১০ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে প্রবল ঝড় হয়। এতে উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা দাখিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি ভেঙে যায়। পরে ১১ সেপ্টেম্বর সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, রামসোনা দাখিল মাদরাসা ও আলোর দিশারী কিন্ডারগার্টেন স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এরপর বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সনে ‘ফুলপুরে ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত’ শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। তারপর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল ও উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর সাড়ে তিন মাস অতিবাহিত হলেও শনিবার (২৫ ডিসেম্বর) পুনরায় সরেজমিন পরিদর্শন করে দেখা যায় আজও মেরামত হয়নি ঝড়ে ক্ষতিগ্রস্ত সেই শিক্ষাপ্রতিষ্ঠান।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার বলেন, বিষয়টি আমার জানা নেই। সুপার সাহেবের নিকট থেকে একটু জেনে নেন। পরে মাদরাসার সুপার মাওলানা আবুল কাশেম বলেন, মাদরাসার দুটি টিনের ঘর ঝড় তুফানে ভেঙে যাওয়ায় পাঠদানে সমস্যা হচ্ছে। ঘর দুটো মেরামতের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, এর জন্যে রিপোর্ট পাঠানো হয়েছে কিন্তু এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল