২৩ জানুয়ারি, ২০২২ ১৩:৫৪

নড়াইলে হত্যা মামলায় একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে হত্যা মামলায় একজনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবন

নড়াইলে রেজাউল মোল্যা হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ ও অপরজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা দায়রা জজ আদালত। একই সঙ্গে তাদের দু’জনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ রায় ঘোষণা করেন নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি. মো. মশিয়ার রহমান।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- যশোর জেলার অভয়নগর উপজেলার কামকুল গ্রামের সোনা মোল্যার দুই ছেলে বাছের আলী মোল্যা এবং  কামাল মোল্যা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, আসামি বাছের মোল্যা ও কামাল মোল্যা মামলার এজাহারকারী মো. বাবুল মোল্যার বিধবা বোনকে প্রায় উত্যক্ত করত। নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের এজাহারকারী মো. বাবুল মোল্যার ছেলে রেজাউল মোল্যা আসামিদের তাদের বাড়িতে না আসতে এবং বিধবা ওই মহিলাকে উত্যক্ত করতে নিষেধ করেন। 

এ কথায় ক্ষিপ্ত হয়ে গত ২০১৯ সালের ২৬ জুন রাতে আসামিরা ভিকটিম রেজাউলের বাড়িতে আসে এবং তাকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসামি কামাল মোল্যা লাঠি দিয়ে রেজাউল মোল্যার মাথায় আঘাত করে। পরে অপর আসামি বাছের মোল্যা লোহার পেরেক লাগানো বাঁশ দিয়ে রেজাউলের বাম কানের উপরে আঘাত করে এতে তিনি মারাত্মক জখম হন। এরপর আসামিরা তাকে ফেলে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন আহত রেজাউলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে নড়াইল সদর হাসপাতাল আনলে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ ওই দু’আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করেন। সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর