বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাসের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহেআলম।
বক্তব্য রাখেন পৌর মেয়র গিয়াসউদ্দিন বেপারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম জামাল হোসেন, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস, সহকারী কমিশনার (ভ‚মি) জয়দেব চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু ও সিমা রানী শীল, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ সরদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শওকত আলী, কৃষি কর্মকর্তা মো. তৌহিদ, থানার ওসি আলী আর্শাদ এবং সমাজ সেবা কর্মকর্তা আবুল কালামসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাসকে ক্রেস্ট ও সন্মাননা দিয়ে সংবর্ধিত করেন স্থানীয় সংসদ সদস্য।
প্রণতি বিশ্বাসকে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলী করা হয়েছে। গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তাসনিন পদোন্নতি উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ