দ্রব্যমূল্য সহনীয় রাখতে বরিশালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে চকবাজার, হাটখোলা ও বাংলাবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় বিভিন্ন দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করায় সতর্ক করে দেয়া হয়। এছাড়াও দোকানে পণ্যের মূল্য তালিকা সাটানো নিশ্চিত করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির বিরুদ্ধে হুশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী। এর আগে গত শনিবারও নগরীতে অভিযান চালায় জেলা প্রশাসন।
বিডি প্রতিদিন/এএম