সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জেলা বিএনপি ও যুবদলের শীর্ষ ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার বিকেল চারটার দিকে উচ্চ আদালতে জামিনে থাকা এ সকল নেতারা নিম্ন আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরা হলো- জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, শ্রী অমর কৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম, যুগ্ম সম্পাদক মুন্সী আলম, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, বিএনপি নেতা সেলিম ভুইয়া, লিয়াকত আলী, রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মির্জা বাবু, সম্পাদক মুরাদুজ্জামান, যুবদল নেতা মেন্না রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, থানা যুবদলের সভাপতি বরাত আলী ও সম্পাদক তৌহিদুল আলম।
বিএনপির আইনজীবী এ্যাড. ইন্দ্রজিত সাহা জানান, গত ৩০ জানুয়ারি বিএনপির সম্মেলন চলাকালে শহরের কয়েকটি পয়েন্টে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি এবং ছাত্রলীগ নেতারা বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেন। মামলায় অন্তত তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। সবগুলো মামলাতেই নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন।
রবিবার বিকেলে ৬টি মামলায় নিম্ন আদালতে প্রায় তিন শতাধিক নেতাকর্মী হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত ১৯ জনকে পুলিশের দায়ের করা একটি মামলায় জামিন বাতিল করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। আর সব কয়টি মামলায় প্রত্যেক আসামির জামিন বহাল রাখেন।
বিডি প্রতিদিন/এএম