মাদারীপুরের কালকিনিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৬টি বসতঘরসহ ১২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলো দাবি করেছে। রবিবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাইসরদারেরচর গ্রামের কৃষক আলামিন সরদারের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে পুরোবাড়ি ছড়িয়ে পরে। রাতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
তাৎক্ষণিক আলামিন সরদার, রহিম সরদার, আলাল সরদার, লোকমান সরদার ও মিন্টু সরদারের বসতঘর, রান্নাঘর ও তাদের গোয়ালঘরসহ মোট ১২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগীরা।
ভুক্তভোগী আলামিন সরদার কান্না জড়িত কণ্ঠে বলেন, আগুন আমাদের সব শেষ করে দিয়েছে। আমরা এখন কিভাবে বাঁচবো।
বিডি প্রতিদিন/আবু জাফর