কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং কাটাখালী এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক দ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালি পূর্বপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী পূর্বপাড়া এলাকার মুকবুল আহম্মদের ছেলে হাফেজ আহম্মদ (৪০) ও একই এলাকার সৈয়দ আলমের স্ত্রী কামরুন নাহার সোমা (২২)। এ সময় ছৈয়দ আলম সোনাইয়া (২৮) নামে এক ব্যক্তি পালিয়ে যায়।
তিনি আরও জানান, চোরাই পথে মিয়ানমার থেকে বিদেশি মদ, বিয়ার ও সিগারেট মজুদ করার গোপন খবরে র্যাব ঘটনাস্থলে অভিযান চালায়। পরে ৫২ বোতল বিদেশি মদ, ২৮০ ক্যান বিয়ার, ১১ কার্টুন বিদেশি সিগারেট ও একটি ১টি একনলা বন্দুকসহ হাফেজ ও কামরুনকে আটক করতে সক্ষম হয়। এ সময় কামরুন নাহারের স্বামী সোনাইয়া পালিয়ে যায়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর