নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পুলিশী বাধা উপেক্ষা করে রবিবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল। সকালে জেলা শহরের পাওয়ার হাউজ রোডে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এসএন তরুণ দে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল হক খোকন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, মোমিনুল ইসলাম, অ্যাড. আনিসুল হক মঞ্জু, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি দেলোয়ার হোসেন দিলীপ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহসিন মিয়া হৃদয় প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের লাগামহীন দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের কারণেই দেশে নিত্য পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। প্রায় সব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে জনদুর্ভোগ এখন চরমে। নিত্য পণ্যের চড়া দামে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করে সরকার উল্টো জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর