নাটোর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা রবিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন সভায় জানান, বিগত ফেব্রুয়ারি মাসে জেলায় ভ্রাম্যমাণ আদালতের ৫৪টি অভিযান পরিচালনা করে ২৩৫টি মামলার বিপরীতে ৬২ জন অভিযুক্তকে কারাদণ্ড প্রদান করা হয় এবং দুই লাখ ছয় হাজার ৭০০ টাকা জরিমানা লব্ধ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় বাল্যবিয়ে রোধে দশটি উঠান বৈঠক আয়োজন করা হয় এবং সাতটি বাল্যবিয়ে রোধ করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জেলার বিদ্যমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। কমিটি সদস্যবৃন্দের পর্যবেক্ষণসমূহকে বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, প্রথম আলোর প্রতিনিধি এডভোকেট মুক্তার হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর