শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দিনাজপুরে অবস্থিত ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন।
রবিবার বিকেলে শিক্ষামন্ত্রী জেলার কাহারোল উপজেলায় অবস্থিত কান্তজিউ মন্দিরে যান এবং মন্দিরের চারিদিক ঘুরে দেখেন। এ সময় তিনি কান্তজিউ মন্দিরের গায়ে টেরাকোটা খচিত পোড়ামাটির চিত্রফলকে শাস্ত্রীর যুগের পৌরাণিক কাহিনী, নির্মাণ শৈলী ও কারুকাজ দেখে তার মুগ্ধতার কথা জানান।
মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক প্রমুখ।
মন্দির পরিদর্শন শেষে ডা. দীপু মনি রোববার সন্ধ্যায় মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কেন্দ্রীয় গবেষণাগার উদ্বোধন করেন।
পরে ক্যাম্পাসে শহীদ শেখ রাসেল হল সংলগ্ন মাঠে ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন এবং পক্ষকালব্যাপী সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করেন।
বিডিপ্রতিদিন/কবিরুল