নোয়াখালীর সোনাইমুড়িতে পৃথক স্থানে কলেজ ছাত্রসহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা থেকে নোয়াখালীগামী একটি বাস সোনাইমুড়ী উপজেলার বজরা বাজার অতিক্রম করার সময় পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে এক পথচারী মারা যায়। নিহত আবু ইউসুফ (৩৮) উপজেলার বজরা ইউনিয়নের শাকিরপুর গ্রামের টেন্ডল বাড়ির সামছুল হকের পুত্র। এ ঘটনায় আরোও ৪ জন আহত হয়েছে। এলাকাবাসী বাসটি আটক করে। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিনাল কান্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অপর দিকে তার একইদিন সকাল ১০টায় সোনাইমুড়ী-চাটখিল সড়কের শিমুলিা নামক স্থানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে পাশবর্তী গাছের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র জয়নুল আবদিন (১৬) গুরুতর আহত হয়। পরে আশংকা জনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সে সোনাইমুড়ি উপজেলার পাপুয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ সত্যতা স্বীকার করেন।
বিডি প্রতিদিন/এএ