গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতে কলেজছাত্রীকে হত্যা চেষ্টা মামলার আসামি মামুনকে (২২) গ্রেফতার করেছে র্যাব-১। রবিবার দুপুরে র্যাবের পোড়াবাড়ির ক্যাম্প কমান্ডার মেজর এ.এস.এম মাঈদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত মামুন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দাইবাড়িটেক এলাকার আজগর আলীর ছেলে।
গত বৃহস্পতিবার দুপুর কলেজছাত্রী মারজিয়া কলেজ থেকে বাড়ি ফেরার পথে মামুন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ভুক্তভোগীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মাঈদুল ইসলাম জানান, কলেজছাত্রী মারজিয়া আক্তারকে (১৭) ছুরিকাঘাত করে হত্যার চেষ্টার ঘটনায় গত বৃহস্পতিবার শ্রীপুর থানায় মামলা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মামুন পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে র্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে পাবনা জেলার ইশ্বরদী থানার কালিকাপুর গ্রামে ফুফুর বাড়িতে মামুনের অবস্থান নিশ্চিত হয়ে সিরাজগঞ্জের র্যাব-১২ এর নিকট মামুনকে গ্রেফতারের সহায়তা চায় র্যাব-১।
শুক্রবার সন্ধ্যায় র্যাব-১ ও র্যাব-১২ এর দুইটি আভিযানিক দল কালিকাপুরে অভিযান চালিয়ে মামুনকে আটক করে। রবিবার দুপুরে তাকে শ্রীপুর থানায় সোপর্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া বলেন, গ্রেফতারকৃত মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল