সিরাজগঞ্জের সলঙ্গায় কাভার্ড ভ্যান চাপায় সারমিন (২৪) নামে অটোভ্যানযাত্রী এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাড়কের সলঙ্গা থানার বুড়ির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। নিহত সারমিন সলঙ্গা থানার কুমাজপুর গ্রামের লিখনের স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই রফিক জানান, হাটিকুমরুল গোল চত্বর থেকে অটোভ্যান যোগে সারমিন সলঙ্গা থানার কুমাজপুর এলাকার যাবার পথে বুড়িরবাড়ী এলাকায় পৌছলে কাভার্ডভ্যানটি অটোভ্যানকে চাপা দেয়। এতে সারমিন ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তিনি আরো জানান, নিহত সারমিনের মরদেহ ও দুর্ঘটনায় কবলিত কার্ভাড ভ্যান থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম