বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে, স্বাধীনতা সংগ্রামে উজ্জীবিত করেছেন। তাই মার্চ মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার মাসে আজকের এই সম্মেলনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করে শক্তিশালী সংগঠন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি রবিবার বেলা ১২টায় শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী সাজা সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়, শিল্প-বাণিজ্য সম্পাদক তপন চক্রবর্তী, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল, সদস্য অধ্যক্ষ শামসুল আলম জয়। সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। প্রধান বক্তার বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল বারীর ডাবলু, ইলিয়াস উদ্দিন মিন্টু, বদরুল আলম পোদ্মার ববি, সাহজামাল সিরাজী, আব্দুর রউফ খান, নুরে আলম সানী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম