শরীয়তপুর গোসাইরহাট সড়কের পাশের সারিবদ্ধ বেশ কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দোকানে থাকা ৪ জন আহত হয়। এতে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। সোমবার (১৪ মার্চ) ভোর রাতে সড়কের ভাঙা ব্রিজ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডামুড্যা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার বাবুল মিয়া।
আগুনে কালাচান মৃধার মুদি দোকান, আলমগীর হোসেনের মটর গ্যারেজ, রাকিবের খাবার হোটেল, ফারুক হোসেনের ডেকোরেটর দোকানসহ ৭ টি দোকান পুড়ে যায়। এতে আহত হন কালাচান (৬৫), আমিনুল (১৪) তামিম (১৬) ও রাকিব (২৫)। তাদেরকে শরীয়তপুর সদর হাসপাতাল ভর্তি করা হয়।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে ব্যাবসায়ীরা দোকান পাট বন্ধ করে বাসায় যায়। ভোরে হঠাৎ আগুনের ফুলকা দেখে হোটেলের ভিতরে থাকা রাকিব হোসেন বের হয়ে। তার ডাক চিৎকারে লোকজন ছুটে আসে। স্থানীয়রা বালতি নিয়ে আগুন নিভাতে কাজে নামে। পর ডামুড্যা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। তাদের সাথে স্থানীয়রা একত্রিত হয়ে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৭ টি দোকানাই পুড়ে যায় এবং দোকানের ভিতরে থাকা ৪ জন আহত হয়।
ফায়ার সার্ভিসের ডামুড্যার টিম লিডার বাবুল মিয়া বলেন, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে আমরা আসছি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল