নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রীর দাম কমানো দাবিতে নোয়াখালীতে জেলা মহিলা দল এবং জেলা জামায়াত ইসলাম পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
জাতীয়তাবাদী জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহানার নের্তৃত্বে সোমবার সকাল ১১ টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করে এবং পরে পুলিশের বাধা উপেক্ষা করে জজ কোর্ট সড়কে বিক্ষোভ মিছিল করে।
এর আগে মানববন্ধনে জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহানার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পারভীন আক্তার, জেলা মহিলা দলের কোষাধ্যক্ষ জোৎস্না আক্তার, জেলা মহিলা দলের সদস্য রৌশন আক্তার, নয়ন আক্তার, সোনাইমুড়ির সহ সভা নেত্রী তাসলিমা আক্তার লিমা, সুবর্ণচর মহিলা দলের আহবায়িকা আলেয়া বেগম, সদস্য সচিব নুরুন্নাহার, সেনবাগ পৌরসভার আহবায়ক মুনছুরা বেগমসহ প্রমুখ।
এর আগে একই দাবিতে আজ সোমবার সকাল ৭ টায় প্রধান সড়কের পৌর বাজার এলাকায় জেলা জামায়াত ইসলামের ব্যানারে একই দাবিতে বিক্ষোভ মিছিল করে। জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার ও জেলা সেক্রেটারী নিজাম উদ্দিন ফারুকের নের্তৃত্বে বিক্ষোভ মিছিল হয়।
বিডি প্রতিদিন/হিমেল