ফেনী জেলার সকল ইউনিয়ন পরিষদের যাবতীয় সেবা প্রাপ্তির সহজলভ্যতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে ‘ইউপি সেবা, ফেনী ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস-এর উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে জেলার নির্বাচিত জনপ্রতিনিধি ও স্থানীয় সরকারের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বাটন চেপে এর উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. মঞ্জুরুল ইসলাম, সিভিল সার্জন রফিক উস সালেহিন।
বক্তব্য রাখেন বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউপি চেয়ারম্যান। বক্তারা তাদের বক্তব্যে এই সেবার ইতিবাচক বিষয় বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে সকল উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ভাইস চেয়ারম্যান পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সকল ইউপি চেয়ারম্যান এবং সচিবরা উপস্থিত ছিলেন।
আ্যাপসটিতে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ ভিজিডি তালিকা, নাগরিক সনদ, নাগরিক আবেদন, কৃষি তথ্য, স্বাস্থ্য পরামর্শ প্রভৃতি সেবা পাওয়া যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ