দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’র দুই যুগে প্রবেশ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. আব্দুল ওদুদ।
বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মো. রফিকুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জাফরুল আলম, সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল হুদা অলক।
আরও উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল সুকরানা, শিক্ষক নেতা মো. আসলাম করিব, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক প্রমুখ।
বক্তারা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ভূয়সী প্রশংসা করে উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। পরে অতিথিরা কেক কাটেন।
বিডি প্রতিদিন/এমআই