সিরাজগঞ্জের সলঙ্গা ও তাড়াশে পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইনসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার কোদাল কাঠি মধ্যচর গ্রামের মো. খাইরুল ইসলাম (৩৮), সিরাজগঞ্জের তাড়াশের কাউরাইল উত্তর পাড়া গ্রামের মো. আব্দুল মজিদ শেখ (৪৬), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কুমুরপুর রানী নগরের মো. রাজ (২৪), কই উপজেলার মাটিকাটা গ্রামের মো. এজাজ হোসেন ওরফে বেলাল (৪৮), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামের তরিকুল ইসলাম (৩৮) ও বগুড়ার শেরপুর উপজেলার ঢেপুয়া গ্রামের মাহবুবুর রহমান (২৫)।
র্যাব-১২ মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান জানান, সোমবার রাত নয়টার দিকে তাড়াশের খালকুলা বাজারে জান্নাতি স্টোরের সামনে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ খাইরুল ইসলাম ও সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন দেওভোগ ব্রিজের কাছে অভিযান চালিয়ে ২৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুল মজিদ শেখকে আটক করা হয় এবং একটি ট্রাক জব্দ করা হয়।
এছাড়াও একই রাতে সলঙ্গা থানাধীন রামারচর বাজারে নির্মাণাধীন নেছাড়ী হোটেলের সামনে অভিযান চালিয়ে ১৬১ গ্রাম হেরোইনসহ ২ জন এবং রাত ৯টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানাধীন আন্দ্রা বড়ইতল মোড়ে অভিযান চালিয়ে ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর