দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজ এক যুগ পার করল। প্রচার সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখে দুই যুগে পা রাখল প্রতিষ্ঠানটি। নানা আয়োজনে ময়মনসিংহের ভালুকায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন নানা শ্রেণী পেশার মানুষ।
ভালুকা প্রতিনিধি ও ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমনের সভাপতিত্বে গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও হকারদের নিয়ে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও শেফার্ড গ্রুপের জি.এম মোখলেসুর রহমান, ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন।
এসময় অন্যান্নদের মাঝে আরও উপস্থিত ছিলেন, ভালুকা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাছ আলী, কালের কণ্ঠের ভালুকা প্রতিনিধি মোখলেসুর রহমান মনির, সংবাদের ভালুকা প্রতিনিধি আতাউর রহমান তরফদার, জনকণ্ঠের ভালুকা প্রতিনিধি কামরুল এহসান চন্দন, আনন্দ টিভির ভালুকা প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, সকালের সময়ের ভালুকা প্রতিনিধি এম. এ সবুর, এটিএন বাংলার ভালুকা প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদার, আমাদের কণ্ঠের ভালুকা প্রতিনিধি মোকছেদুর রহমান মামুন, ক্লিন আপ ভালুকার কো-অর্ডিনেটর শাখাওয়াত হোসেন সুমন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল