বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন দুই যুগে প্রবেশ করেছে। এ উপলক্ষে মঙ্গলবার বরগুনা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট সন্জীব দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মৎস্য ও প্রাণী সম্পদ সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু।
আরও উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য চিত্ত রঞ্জন শীল, উন্নয়ন সংগঠক জাকির হোসেন মিরাজ, সাংবাদিক জাহাঙ্গীর কবির মৃধা, জাফর হাওলাদার, ফিজিও থেরাপি মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম ও সাংবাদিক শাহ আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই