বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে প্রবেশ উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
পরে বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম, গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আনোয়ার সাদাত সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ, গাজীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক ও মো. মুজিবুর রহমান, গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শরীফ আহমেদ শামীম, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন, মো. রুহুল আমিন সজিব ও মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ পোস্টের গাজীপুর প্রতিনিধি মো. মনিরুজ্জামান, দৈনিক বাংলাভূমির সম্পাদক নজরুল ইসলাম আজহার, সময় টিভির গাজীপুর প্রতিনিধি মো. রাজিবুল হাসান বক্তব্য রাখেন।
এর আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ কেক কেটে বাংলাদেশ প্রতিদিন এর ১২ বছর পূর্তি ও ত্রয়োদশ বর্ষে পদার্পণ উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/এএ