পাঠকপ্রিয়তায় শীর্ষে থাকা জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের যুগপূর্তি ও দুই যুগে প্রবেশ উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি শামীম উল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান।
সাংবাদিক সফিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের গাইবান্ধা প্রতিনিধি গৌতমাশিস গুহ সরকার। আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি প্রবীণ রাজনীতিক ও গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম গোলাপ, বীর মুক্তিযোদ্ধা মইনুল ইসলাম রাজা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শাহজাহান খান আবু, প্রবীণ নাট্যব্যক্তিত্ব আমিনুল ইসলাম খোকন।
এছাড়া বক্তব্য রাখেন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ দীপু, একুশে টিভির জেলা প্রতিনিধি আফরোজা লুনা, ডিবিসি’র জেলা প্রতিনিধি রিক্তু প্রসাদ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শামীম আল সাম্য, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি এস এম বিপ্লব ইসলাম ও সাংবাদিক ফারহান শেখ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই