চঁদপুরে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেসক্লাব হল রুমে বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে পদার্পণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের চাঁদপুর জলা প্রতিনিধি নেয়ামত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী। বিশেষ অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, দৈনিক আলোকিত চাঁদপুর এর সম্পাদক জাকির হোসেন, উদয়ন শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার, কর্ণফুলী হাসপাতালের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ মুন্সি উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ