নওগাঁয় অটিষ্টিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে দেশের সর্বাধিক প্রচারিত ও পাঠক প্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে শহরের দয়ালের মোড়ে আশার আলো অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এই ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা, আশার আলো অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসিম উদ্দীন, সিনিয়র শিক্ষক জুবাইদা খাতুন, বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কাটা হয়।
বিডি প্রতিদিন/হিমেল