"কৃষিই সমৃদ্ধি" এই শ্লোগান নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় শুরু হয়েছে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। মঙ্গলবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম।
মেলা পরিদর্শনের পরে বাগাতিপাড়া উপজেলা জিমনেশিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা কৃষি অফিসার মোমরেজ আলী, কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর হাদিসহ অন্যন্যরা। মেলার ১৭টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত।
বিডি প্রতিদিন/এএ