পাঠকপ্রিয়তায় শীর্ষে থাকা জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের দুই যুগে পদার্পণ উপলক্ষে সুন্দরবনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সুন্দরবনের কটকা সমুদ্র সৈকত এলাকায় সানওয়ে ক্রুজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাশসহ মানিকগঞ্জ প্রেসক্লাবের ৪০ জন সাংবাদিক। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের মানিকগঞ্জ প্রতিনিধি মো. কাবুল উদ্দিন খান।
উল্লেখ্য, মানিকগঞ্জের সাংবাদিকরা সুন্দরবনে আনন্দ ভ্রমণে থাকার কারণে অরণ্য ঘেরা নদীতে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
বিডি প্রতিদিন/এমআই