ময়মনসিংহের তারাকান্দায় বাড়ির পাশে খেলতে গিয়ে টিউবওয়েলের জমানো গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই এলাকার খাদেমুল ইসলামের দুই বছরের মেয়ে রোজা মনি ও রুবেল মিয়ার আড়াই বছরের মেয়ে রাইসা মনি। বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, নিহত দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। এ সময় তারা পরিত্যক্ত ওই গর্তটিতে পড়ে যায়। পরে নিহত এক শিশুর বাবা গর্তের ভেতর থেকে গুরুতর অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম