পটুয়াখালীতে এক মাদক ব্যবসায়ীকে হেরোইনসহ গ্রেফতার করেছে র্যাব-৮ সদস্যরা। আজ দুপুরে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইনসহ সুমন প্যাদাকে (২৫) গ্রেফতার করেছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার উত্তর বিরাজলার গ্রামের’ জনৈক হানিফ প্যাদার বসতঘরের দক্ষিণ পাশে আধাপাঁকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। এ সময় আসামির নিকট হতে ১০(দশ) গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামি সদর উপজেলার বোতলবুনিয়া গ্রামের মো. আবদুল হক প্যাদার ছেলে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন মোটরসাইকেল চালক হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। আসামি সুমন বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত হেরোইন ক্রয়-বিক্রয় করিয়া আসছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/এএম